Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জানুয়ারি ২০২৪ এর প্রথম মাসিক সমন্বয় সভা
বিস্তারিত

প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা


তারিখ: ১৭ জানুয়ারি ২০২৪, বৃধবার

সভাপতি: জনাব শরীফ রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার, নাঙ্গলকোট।

স্থান: উপজেলা মিলনায়তন


গুরুত্বপূর্ণ অনুশাসনসমূহ:

  • স্কুল তথ্য, শিক্ষক তথ্য, শিক্ষার্থী তথ্যসহ IPEMIS এর যাবতীয় তথ্য ২৫ জানুয়ারির মধ্যে হালনাগাদ করা;
  • উপবৃত্তি প্রাপ্তদের মোবাইল নম্বর পরিবর্তণ করতে হলে, ইউইও স্যার কর্তৃক আবেদন করা;
  • ৩১ জানুয়ারির মধ্যে ইউনিক আইডি’র তথ্য এনট্রি এবং প্রয়োজনীয় সংশোধন নিশ্চিত করা;
  • বিদ্যালয় ত্যাগ করার অনিবার্যতা থাকলে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে করা;
  • প্রতিদিন বাধ্যতামূলক ভাবে যথাযথ নিয়মে দৈনিক সমাবেশ করা;
  • মাসিক রিটার্ন এর কোন ঘর ফাঁকা রাখা যাবে না;
  • ফেব্রুয়ারির মধ্যে ক্যাচমেন্ট এলাকার ম্যাপ হালনাগাদ করা;
  • বিদ্যালয়ের ভূমির নামজারি নিশ্চিত করা;
  • ২০২৪ সালের কাব চাঁদা দ্রুত পরিশোধ করা;
  • SLIP প্রাক্কলন দ্রুত জমা দেয়া;
  • যে সকল বিদ্যালয়ে প্রজেক্টর আছে, তাদের প্রতিদিন ন্যূনতম একটি ক্লাস মাল্টিমিডিয়ার সাহায্যে নেয়া;
  • পাঠ পরিকল্পনায় আবশ্যিকভাবে প্রধান শিক্ষকের অনুমোদন নিতে হবে;
  • প্রধান শিক্ষক নিয়ম অনুযায়ী সহকারী শিক্ষকদের ক্লাস মনিটরিং করবেন এবং রেকর্ড সংরক্ষণ করবেন;
  • মাসিক মিটিং এর অনুশাসনসমূহ নিয়মিভাবে স্টাফ মিটিং-এ আলোচনা করা এবং রেকর্ড সংরক্ষণ করা;
  • এসএমসি, পিটিএসহ সকল কমিটির সভা নিয়মিতভাবে করা এবং রেকর্ড সংরক্ষণ করা;
  • ২১শে ফেব্রুয়ারি উপলক্ষ্যে দেয়ালিকা প্রকাশ এবং ২০ ফেব্রুয়ারি উপজেলা মিলনায়তনে তা প্রদর্শন করা;
  • SLIP এর বাজেট ও খরচ বিবরণী দর্শনীয় সাইজে প্রিন্ট করে, প্রদর্শিত স্থানে স্থাপন করা;
  • SMR বিতরণের রেজিস্টার সংরক্ষণ করতে হবে;
  • বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষকের ব্যক্তিগত ফোল্ডারে তার সকল রেকর্ড সংরক্ষণ করা;
  • ৩১ জানুয়ারির মধ্যে শিক্ষকদের এসিআর প্রস্তুত করে জমা/সংরক্ষণ করা;
  • বাংলা ও ইংরেজির চলমান পঠন দক্ষতার রেকর্ড সংরক্ষণ ও নিয়মিত হালফিল রাখা;
  • ছুটি গ্রহণের পূর্বে অবশ্যই আবেদন করে ছুটি মঞ্জুর করা;
  • বার্ষিক পাঠ পরিকল্পনা প্রিন্ট করে সে অনুযায়ী পাঠদান পরিচালনা করা;
  • শ্রেণি রুটিন এ-ফোর কাগজে প্রিন্ট করে সংশ্লিষ্ট এইউইও’র নিকট থেকে অনুমোদন করে, তার অনুলিপি বড় আকারে তৈরি করে প্রদর্শিত স্থানে স্থাপন করা;
  • শিক্ষকদের আগমন-প্রস্থান সঠিক সময়ে নিশ্চিত করার জন্য, ইউইও মহোদয়ের উদ্যোগে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করার কথা বলা হয়।


পরিশেষে আর কোন বিষয় না থাকায়, সম্মানিত সভাপতি মহোদয় সভার সমাপ্তি ঘোষণা করেন।

ছবি
প্রকাশের তারিখ
17/01/2024
আর্কাইভ তারিখ
01/01/2025